গোপালগঞ্জে তিন দিন ব্যাপী নাট্য উৎসব শুরু

gopal-gonj pba

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী নাট্য উৎসব। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ জেলা শাখা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে এ নাট্য উৎসবের আয়োজন করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ নাট্যউৎসবের উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী।

এ নাট্যউৎসবে জেলার ৬টি নাট্যদল অংশ নিচ্ছে। দলগুলো হলো, মুকসুদপুর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ জেলা উদীচী, ত্রিবেনী গণ সাংস্কৃতিক সংস্থা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, থিয়েটার বিল্ড ফর নেশন। আগামী বৃহস্পতিবার রাতে এ নাট্যউৎসব শেষ হবে।

পিবিএ/বিএস/ইএইচকে

আরও পড়ুন...