পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পয়সা নদী থেকে অজ্ঞাত নামা (৪৫) এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার রামশীল এলাকায় পয়সা নদী থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
কোটালীপাড়ার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক পিবিএকে জানান, দুপুরে স্থানীয়রা ওই নদীতে মরদেহ ভাসতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে লাশটি অন্যস্থান থেকে ভেসে এসেছে।
পিবিএ/বিএস/হক