পিবিএ,গোপালগঞ্জ: জাতীয় ভিটামিন “এ”-প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে গোপালগঞ্জে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন “এ” ক্যাপসুল। জেলার ১ হাজার ৭৬০টি কেন্দ্রে ১ লক্ষ ৯২ হাজার ২১৩ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন “এ” খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান এ শ্লোগান নিয়ে আজ শনিবার সকালে শহরের থানাপাড়ার সূয্যের হাসি ক্লিনিকে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
এসময় সিভিল সার্জন ডা: তরুন মন্ডল, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, কাউন্সিলর নূরুল আমিন শেখ বিপ্লব, খাদিজা বেগম উপস্থিত ছিলেন।
ভিটামিন “এ”-প্লাস ক্যাম্পেইনে জেলার ৫টি উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৩৩০ জন শিশুকে নীল ও ১ থেকে ৫ বছরের ১ লাখ ৬৭ হাজার ৮৮৯ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়া হবে।
এ কর্মসূচীতে ১ হাজার ৭৬০টি কেন্দ্রে ৩ হাজার ৫২০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
পিবিএ/বিএস/এইচএইচ