পিবিএ,গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে কাগজপত্র ও পরিবেশ ঠিক না থাকার দায়ে ৫টি ক্লিনিককে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সেবা ক্লিনিকের মালিক ডা: মতুয়া হিরন্ময় মজুমদারকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।
সোমবার বিকালে গোপালগঞ্জ শহরে বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়ে এ জরিমানা ও সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু পিবিএ’কে জানান, শহরের বিভিন্ন ক্লিনিকে অভিযান চালানো হয়। এসময় কবরস্থান রোডের সেবা ক্লিনিকে গেলে কাগজপত্র ও ক্লিনিকের পরিবেশ ভাল না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ও ক্লিনিকের মালিক ডা: মতুয়া হিরন্ময় মজুমদারকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরে তাকে জেলা কারাগরে পাঠানো হয়েছে।
এছাড়া কাগজপত্র ও ক্লিনিকের পরিবেশ না থাকা এবং ভোক্তা অধিকার আইনে কিওর হোম ক্লিনিককে এক লাখ, লাবিবা ক্লিনিককে ৫০ হাজার, মেডিনোভা ক্লিনিককে ৫০ হাজার এবং ভূইয়া ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি পিবিএ’কে আরো জানান, রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামীতেও এ অভিযান পরিচালনা করা হবে।
বাদল সাহা