‘চৌকি মিনুবালার মাথা গোঁজার ঠাঁই’ শিরোনামে পিবিএ’তে সংবাদ প্রকাশের পর

ঘর পাচ্ছে মিনুবালা


পিবিএ,কুড়িগ্রাম: ‘চৌকি মিনুবালার মাথা গোঁজার ঠাঁই’ শিরোনামে বার্তা সংস্থা প্রেস বাংলা এজেন্সি (পিবিএ)তে সংবাদ প্রকাশের পর সরকারী খাস জমি ও পাকা ঘর পাচ্ছে মিনুবালা।

সোমবার বিকেলে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ রমনা মিয়া পাড়া বাঁধ এলাকায় ধ্বংস স্তুপের উপর আশ্রয় নেয়া মিনুবালার সাথে সৌজন্য সাক্ষাত করে এ প্রতিশ্রুতি দেন তিনি।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ পিবিএ’কে বলেন, মিনুবালাদের মত অসহায় যে পরিবারগুলো রয়েছে তাদের পর্যায়ক্রমে খাসজমি-আবাসনসহ অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।

উল্লেখ্য যে, একাত্তরে স্বামী সন্তানকে হারিয়ে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষাবাঁধে আশ্রয় নিয়ে কোন রকমে দিনাতিপাত করে আসছিলেন সত্তরোর্ধ্ব মিনুবালা। সে আশ্রয় টুকুও হারিয়ে অনিশ্চিত জীবনের মুখে পড়েন তিনি। বাঁধের আশ্রিত মানুষ নিরুপায় হয়ে অন্যত্র বাসস্থান সরিয়ে নিলেও সত্তোর্ধো মিনুবালা উচ্ছেদ করে দেয়া ধ্বংস স্তুপের উপর চৌকি পেতে তার নিচে মাথার গোঁজার ছাঁদ করে নেন।

পিবিএ/মমিনুল ইসলাম বাবু/এমএসএস

আরও পড়ুন...