পিবিএ,মানিকগঞ্জ: করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলছে । করোনাভাইরাস বা কোভিড ১৯ একটি বৈশ্বিক স্বাস্থ্য সঙ্কট হিসেবে দেখা দিয়েছে । বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে যেহেতু এই ভাইরাসের কোনো ওষুধ বা প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি তাই ভাইরাসটিকে ছড়িয়ে পড়া থেকে রোধ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি সকলকে মেনে চলতে হবে। অন্যথায় স্বাস্থ্যবিধি না মেনে চলে প্রশাসন আইন প্রয়োগ করতে বাধ্য হবেন । এরই প্রেক্ষিতে বুধবার (১০ জুন ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘিওর উপজেলা সংলগ্ন আঞ্চলিক বিভিন্ন রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার আইরিন আক্তার। এসময় করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানা ও মুখে মাস্ক না পড়ায় ১৬ জনকে ৫ হাজার ৭শত টাকা আর্থিক জরিমানা করা হয় । এ অভিযান পরিচালনাকালে দেখা যায় কিছু পরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে গাড়ি ভরতি যাত্রীর উপচে পড়া ভিড় নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই বললেই চলে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন , ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যারা স্বাস্থ্য বিধি না মেনে মুখে মাস্ক না পরে বাহিরে বের হচ্ছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পিবিএ/শরিফুল ইসলাম/এমআর