ঘোড়াঘাটে ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত

পিবিএ,ঘোড়াঘাট: দিনাজপুরের ঘোড়াঘাটে নতুন করে একজন ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ২০ জন এর মধ্যে সুস্থ হয়েছেন ২জন।

আক্রান্ত ব্যাংক কর্মকর্তা উপজেলার সিংড়া গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ হাকিমপুর উপজেলার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন। শুক্রবার (২২ মে) রাতে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ।
পিবিএ/মোঃ সুলতান কবির/এএম

আরও পড়ুন...