চট্টগ্রামে অগ্নিকান্ডে মা-মেয়ের মৃত্যু

পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রামের ইপিজেড এলাকায় অগ্নিকাণ্ডে মা মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে ইপিজেড কলশীর দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে দুটি কলোনীর ৯টি কাঁচাঘর পুড়ে যায়। অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত মা মেয়ে হলেন-নাসিমা বেগম (৩৫) ও লমিয়া (৭)। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালনক মো. জনিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলসী দিঘীর পাড় এলাকায় রাত পৌনে ৮টার দিকে হয়দারী কলোনীতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, ইপিজেড, পতেঙ্গাসহ কয়েককটি স্টেশন থেকে ৯টি গাড়ি গিয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হায়দার কলোনীর ৫টি এবং পাশবর্তি মাহবুব কলোনীর ৪টি সহ মোট ৯টি কাঁচাঘর পুড়ে যায়। আগুনে দ্বগ্ধ হয়ে মা নাসিমা বেগম ও তার শিশু কন্যা লামিয়া মারা যায়।

পিবিএ/জীবন মুছা/বাখ

আরও পড়ুন...