চাঁদপুরের মেঘনায় বালুর জাহাজে চাঁদাবাজী ৭ যুবক আটক, মোবাইল কোটে জরিমানা

পিবিএ,চাঁদপুরঃ চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালুর ট্রলারে চাঁদাবাজী করার অভিযোগে ৭ যুবককে আটক করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল। চাঁদাবাজদের নেতা মোহনপুর এলাকার কাজী আবুল হোসেনের ছেলে কাজী মতিনকে (৩৮) দশ হাজার টাকা অর্থদন্ড দিয়ে বাকীদেরকে ছেড়ে দেয়ার আদেশ দেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার জানান, সোমবার (২২ জুলাই) তাদের একটি টহল টীম সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টায় মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদাবাজী করার কাজে ব্যবহৃত একটি স্টীল বার্ডি ট্রলার, ৭টি মোবাইল সেট, আটকদের সাথে থাকা নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ২লাখ ৬৪ হাজার টাকা।

আটক চাঁদাবাজরা হচ্ছে: মতলব উত্তর উপজেলার মোহনপুর ও দশানী এলাকার মো. নান্নু (৫৫), মো. মনজু (৩২, মো. হাসান (৩৫), মো. জাকির (৩৫), মো. ইব্রাহীম (৩০), মো. রফিক মিয়া (৬০) ও মো. সাইফুল ইসলাম (২০)।

পিবিএ/এমআর/এমআর

আরও পড়ুন...