চাঁদপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

পিবিএ, চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন রিপন বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৪শ’ ৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সাইফুল ইসলাম সোহেল খান পেয়েছেন ২ হাজার ৮শ’ ৬৭ ভোট।নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান
এছাড়া চেয়াররম্যান পদে অপর প্রার্থীদের প্রার্থী আলী আকবর (চশমা) ১৬৬১ ভোট, রেজাউল করিম (টেলিফোন) ১১৯ ভোট এবং শফিকুর রহমান (মাটর সাইকেল) ৭৯ ভোট পেয়েছেন।
সংরক্ষিত আসনে বিজয়ী প্রার্থীরা হলেন : ১নং ওয়ার্ডে ঝর্ণা বেগম, ২নং ওয়ার্ডে শিরিন আক্তার এবং ৩নং ওয়ার্ডে মোসাম্মদ জাহানারা বেগম।সাধারণ সদস্য পদে বিজয়ীরা হলেন : ১নং ওয়ার্ডে ইমরান হোসেন মিজি, ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে মোস্তফা পাটওয়ারী, ৪নং ওয়ার্ডে নান্টু পাটওয়ারী, ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৬নং ওয়ার্ডে মাইনুল ইসলাম রাসেল, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ডে রফিকুল ইসলাম বাচ্চু এবং ৯নং ওয়ার্ডে ইসমাইল হোসেন।
রিটার্নিং অফিসার জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদে ৯টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১৭ হাজার ৬৩০ জন। নির্বাচনে এই ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন। এই নির্বাচনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। সর্বশেষ ২০০৩ সালে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পিবিএ/শরীফুল ইসলাম/বাখ

আরও পড়ুন...