পিবিএ,চাঁদপুর: করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে গত চব্বিশ ঘন্টায় একজন মুক্তিযোদ্ধা, দুই ভাইসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ২জন, মতলবে দক্ষিণে ২ জন ও হাজীগঞ্জে ১জন, এবং ফরিদগঞ্জে ১জন মারা যান। তাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।
চাঁদপুর শহরতলীর বাবুরহাট বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন খান (৫৫) বিকেল সাড়ে ৪টায় মারা গেছেন। তিনি গত ৮/১০দিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা নেয়ার পথে মারা যায়।
এর আগে মাত্র আড়াই ঘন্টার ব্যবধানে তারই জেঠাতো ভাই হাবিব খান (৬৫) চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে মৃত্যু বরণ করেন।মৃত দুজনই চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী খান বাড়ির।
সদর হাসপাতালে আরএমও ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানান,
বুধবার সন্ধ্যায় হাবিব খানকে করোনার উপসর্গ লক্ষ্য করায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার বেলা দুইটায় তিনি মারা যান।
এদিকে মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আবুল হোসেন(৬৭) নামের এক মুক্তিযোদ্ধা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।ভোর ৪টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে মারা যায়। আবুল হোসেনকে চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার(৪ জুন) ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিকেল ৪টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে উত্তর উপাদী প্রধানীয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অপরদিকে খাদেরগাঁও ইউনয়নের অহিদুজ্জামান খন্দকার(৭০) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা সকাল ৮ টায় মারা যায়।
প্রশাসনের উপস্থিতিতে দাফন- কাফন টিমের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।এ সময় ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
অপরদিকে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল ২নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিন (৪৮) চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসেলোশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার রাত ৯টায় তার মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে তিনি বুধবার দুপুরে চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। সেখানে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
অন্যদিকে,ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট হাই স্কুলের ২০০২ব্যাচের মেধাবী ছাত্র মেরিন ইন্জিনিয়ার মোঃ তাজুল ইসলাম (৩২)করোনা উপসর্গে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে মারা যান। তাজুল ইসলাম বৃহস্পতিবার সকালে ভর্তি হন। দুপুর আড়াইটার দিকে মারা যান।
গত ১২ঘন্টার ব্যবধানে চাঁদপুর আড়াই’শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হলো।
পিবিএ/মিজানুর রহমান/এমআর