পিবিএ,চাঁদপুর: চাঁদপুর সদর উপজলের বাগাদি ইউনিয়নের লেবুতলা নামক স্থানে বালুবাহি ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক রফিক গাজী (৪০) ও যাত্রী মোজাম্মেল হোসেন (২৩) নিহত হয়েছেন। বুধবার সকালের দিকে চাঁদপুর রায়পুর সড়কের লেবুতলা বালু মহল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত চালক রফিক জেলার ফরিদগঞ্জ উপজেলার চরপোয়া গ্রামের বাসিন্দা। যাত্রী মোজাম্মেল এর বাড়ী পঞ্চগড় জেলায়। তার পিতার নাম মো. শহীদুল ইসলাম। তিনি চাঁদপুরে শ্রমিকের কাজ করতেন।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার সংবাদ পেয়ে সকালে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালক পালিয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, বালুবাহী ট্রাকটি চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। আইনী পক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পিবিএ/এমএ/আরআই