পিবিএ,চাঁদপুর: দেড় দুইমাস হয়ে গেলো বন্ধ রয়েছে চাঁদপুর জেলা শহরের স্বনামধন্য পুরাণবাজার ডব্লিউ রহমান জুট মিলস্ ও স্টার আলকায়েদ জুট মিলস্ লিঃ এ দুটি জুট মিলের উৎপাদন। এতে মিলের প্রায় কয়েক’শ শ্রমিক – কর্মচারী ও কর্মকর্তাগণ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। সামনে ঈদ,আদৌ মিল দুটি চালু হবে কিনা অনিয়শ্চতার মধ্য হতাশায় দিন কাটাচ্ছে।
ডব্লিউ রহমান জুট মিলের ভাড়াটিয়া সাহারা জুট মিলের দায়িত্বে থাকা নাহিদ শেখ (৩৫) জানান, কর্মকর্তা ও কর্মচারী আমরা ৩ মাসের বকেয়া বেতন এবং শ্রমিকরা পাবে ১২ দিনের মুজুরী। গত ২১ জুন সকালে কোন কারণ উল্লেখ না করে নোটিশ টানিয়ে মিলের উৎপাদন বন্ধ করে দেয় ভারাটিয়া ঢাকা লালমাটিয়ার সাহারা জুট মিল কতৃর্পক্ষ ।
ডব্লিউ রহমান জুট মিলে পাট সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধি বিশ্বনাথ কুমার রনি জানান,সাহারা জুট মিলের কাছে আমরা পাট বাবদ ৪৩ লক্ষ টাকা পাব। তারা বলছে,তাদের ফান্ড নেই।পাটের ব্যাপারীদের টাকা মেরে সাহারা জুট মিলের মালিক পক্ষ লোকজন পালিয়েছে। অপর দিকে সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মালিকানা স্টার আলকায়েদ জুট মিলও বন্ধ রয়েছে প্রায় দেড় মাস যাবত।
এ মিলের নোটিশ বোর্ডে মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক নোটিশ টানিয়ে মিলের উৎপাদন বন্ধ করা হয়। নোটিশে জানানো হয়, মিলের রিপেয়ারস ও ম্যানন্টেইন্স কাজের জন্য গত ১ জুলাই তারিখ থেকে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্টার আলকায়েদ মিল কতৃর্পক্ষ। মিলটি আগামি ২৫ আগষ্ট অর্থাৎ ঈদের পর যথারীতি চালু হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
ডব্লিউ রহমান জুট মিল ব্যবস্থাপক মাহমুদুল হাসান জানান, দুই বছর চুক্তিতে তাদের মিলটি সাহারা জুট মিল কতৃর্পক্ষকে ভাড়া দেয়া হয়। সেই চুক্তিমত ২০১৯ সালের ১৬ অক্টোবর হতে মিলটি তারা চালাচ্ছে।চুক্তির মেয়াদ শেষ হয়নি। অপর দিকে স্টার আলকায়েদ জুট মিলের ব্যবস্থাপক আঃ মোতালেব জানান,তাদের মিলের কোন সমস্যা নেই।রিপেয়ার কাজ শেষ হলে ২৫ আগষ্ট থেকে মিল চলবে।
উল্লেখ্য, এ দুটি মিল থেকে পাটের বস্তা,চট ও সুতলি তৈরি হত। অধিকাংশ পণ্য পাটের বস্তায় ব্যবহার সরকার বাধ্যতামূলক করায় দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো আবারও প্রাণ ফিরে পায়।সে সুবাদে চাঁদপুরের বেসরকারি এ দুটি পাটকলও আবার চালু হয়।কয়েক’শ নারী-পুরুষ শ্রমিকের পদচারনায় পুণরায় মুখরিত হয় মিল প্রাঙ্গন। কিন্তু গেল রোজার ঈদের পর থেকে গত দেড় – দুইমাস মিল দুটি বন্ধ থাকায় সেখানকার পরিবেশ নিরব নিস্তবতা দেখা যায়।
পিবিএ/মিজানুর রহমান/বিএইচ