চাঁপাইনবাবগঞ্জে ৪টি সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন

আব্দুল বাশির’,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চারটি গ্রামীণ সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুঃ জিয়াউর রহমান। বুধবার (১ মার্চ) দুপুরে এ সড়কগুলোর ফলক উন্মোচন করেন এমপি জিয়াউর রহমান।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝাল্লু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ,জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম ,নাচোল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস সাত্তার, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান সহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্যঃ ৭ হাজার ৬২৫ মিটার ৪ টি সড়ক ৩০ কোটি ৮ লাখ ২৭ হাজার ৯৪৯ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। সড়কগুলো হচ্ছে- নাচোল উপজেলার বটতলা হতে মল্লিকপুর জিসি বিষ্ণুপুর রোড, পূর্ব চন্দনা থেকে বিজলিপাড়া, কসবা হতে পুকুরিয়া চন্ডী,গোপালপুর জামে মসজিদ পাকা রাস্তা হতে তরিকুল এসপির বাড়ি পর্যন্ত এ সড়কগুলোর কাজের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন...