পিবিএ,চারঘাট: চারঘাটে অবৈধভাবে অটোরিক্্রা থেকে চাঁদা আদায়কালে একজনকে আটক করেছে চারঘাট মডেল থানাপুলিশ। আটককৃত ব্যক্তি চারঘাট পৌরসভার গোপালপুর গ্রামের বাবর আলী(শুকটা)ও ছেলে মিন্টু (৩০)। পুলিশ জানায় রবিবার সন্ধ্যার দিকে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মুরারীপুর এলাকার মকছেদ আলীর ছেলে অটোচালক উজ্জল হোসেন বাধা দিক তেকে রাজশাহীর উদ্দ্যেশে রওনা হয়ে চারঘাট বাজারে পৌছালে উক্ত মিন্টু অটো রিক্্রার চালকের নিকট চাদা দাবি করলে অটো চালক চাঁদা দিতে অপারগতা জানালে জোর পূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করে। এসময় অটো চালক চারঘাট মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মিন্টুকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন অবৈধভাবে চাঁদা আদায়ের অপরাধে মিন্টুকে আটক করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
পিবিএ/মাইনুল হক সান্টু/এএম