পিবিএ,চারঘাট: চারঘাটে নিহত মহিলার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত মহিলার নাম আকলিমা বেগম (৫০), স্বামী: আবুল কাশেম মোল্লা, বাড়ি উপজেলার মাড়িয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায় আকলিমা বেগম একজন বিধবা মেয়ে। তার ২টি মেয়ে ও ১টি ছেলে। মেয়ে ২টি বিয়ে হয়ে যায় এবং ছেলে জার্মান আলী (২৮) তার শশুর বাড়ি পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামে বসবাস করেন। যার কারনে আকলিমা বাড়িতে একা বসবাস করে।
গতকাল শুক্রবার সকালের দিকে মাড়িয়া গ্রামের দুই আম বাগানের নালার মাঝে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী চারঘাট থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত আকলিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে নিহত আকলিমার ছেলে জার্মান আলী জানায়, আমি লোকমুখে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। তবে হত্যার পিছনে কোন কারন আমার জানা নাই। এব্যাপারে ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহেদুল ইসলাম জানান, সকালে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে নিহত মহিলার লাশ দেখতে পান। তবে হত্যার কারন সম্পর্কে তিনি কিছু বলতে পারেন নি।
এব্যাপারে চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরে আলম বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে । ময়না তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। এবিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি সমিত কুমার কুন্ড বলেন নিহত মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
পিবিএ/মাইনল হক সান্টু/বিএইচ