পিবিএ,ঢামেক: চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের মধ্যে ২৭ জনের পরিচয় সনাক্ত হয়েছে। ঢাকা মেডিকেল মর্গে নিহতের স্বজনরা পুলিশের কাছে এই লাশের পরিচয় নিশ্চিত করেন। সনাক্তের পর পুলিশ লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। সবগুলো লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি হবার পর বাকি কিছু কার্যক্রম শেষ করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্ত করা হবে।
সনাক্তদের মধ্যে একজন হচ্ছে চকবাজারের কসমেটিক ব্যবসায়ী কামাল হোসেন (৫০)। তার বাবার নাম নুর মো। তার বাড়ি নোয়াখালির বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামে। চকবাজার চুড়ি হাট্টার অগুন লাগা ওই ভবনের ৪ তলায় ম্যাসে থাকেতন তিনি।
নিহতের ছোটভাই ছোট ভাই দেলোয়ার হোসেন জানান, গতকাল ঘটনার সময় বাসার নিচে একটি গলিতে আড্ডা দিচ্ছিলো। পরে আগুন লাগলে তিনি ওখানেই দগ্ধ হয়ে মারা যায়। ৬ মেয়ের জনক ছিলেন তিনি।
এদিকে আগুন লাগা ওই ভবনের সামনের ফার্মেসিতে খন্ডকালিন কাজ করতেন মাওলানা মুফতি ওমর ফারুক (৩২)। তার বাবার নাম আঃ করিম মাতব্বর। শরিয়তপুর নড়িয়া উপজেলার নওপাড়া গ্রামে বাড়ি তার। চকবাজারের জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটারা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন তিনি।
একই মাদ্রাসার শিক্ষক মুফতি মীর মোহ হেদায়াতুল্লাহ গাজী জানান, রাতে ওই ফার্সেসিতেই কাজ করছিলেন ওমর ফারুক। আগুন লাগার পর পরই ভিতরে থাকা ফার্মেসি মালিক কাওসার সহ অন্যরা ফার্মেসির সাটার নামিয়ে দেয়। পরে ভিতরে দগ্ধ হয়ে মারা যায়।
দুপুর পর্যন্ত লাশ ফিরে পাবার জন্য স্বজনদের ঢামেক মর্গে সামনে কয়েক শত মানুষের ভিড় দেখা যায়। তবে স্বজনদের কাছে কখন নাগাদ লাশ হস্তান্তর করবে তা পুলিশের পক্ষে থেকে জানানো হয়নি।
পিবিএ/এইচএ/জেডআই