চুয়াডাঙ্গার জীবননগরে গুলিবৃদ্ধ লাশ উদ্ধার

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরের উথলী গ্রাম থেকে ইমরান (২৬) নামের এক যুবকের গুলিবৃদ্ধ লাশ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪মার্চ) সকাল সাড়ে ৮ টার সময় পুলিশ এ লাশ উদ্ধার করেন। ইমরানের মাথায় এবং বুকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা কেনো ইমরানকে হত্যা করেছে এ ব্যাপারে পুলিশ কিছু বলেনি।

তবে লাশ উদ্ধারের সময় এলাকাবাসী বলেছেন, উদ্ধারকৃত ওই লাশের নাম ইমরান। সে আলমডাঙ্গা শহরের মসজিদ পাড়ার পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল আব্দুর রহমানের ছেলে।

ইমরান আন্তজেলা ডাকাত দলের সর্দ্দার বলে জানা যায়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা, দামুড়হুদা ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতায়, ধর্ষণ ও চুরিসহ প্রায় দু’ডর্জন মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। খোজ-খবর নিয়ে পরে জানানো হবে।

পিবিএ/টিটি/এইচএইচ

আরও পড়ুন...