চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে লাশ উদ্ধার

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের পাশের মাথাভাঙ্গা নদী থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১টার দিকে মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান এই লাশ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। নিহত ব্যাক্তির নাম ওয়াদুদ আলী(৬৪)। তিনি উপজেলার হারদী ইউনিয়েনর দাসপাড়া কলিম উদ্দীনের ছেলে।

ঘটনাটি সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সী জানান, ওয়াদুদ এর আগে ব্রেণ স্ট্রোক করে, তারপর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বলে জানা যায়। রাতে কোন একসময় নদীতে পড়ে সে মারা যায় বলে ধারনা করা হচ্ছে।

পিবিএ/তৌহিদ তুহিন/বিএইচ

আরও পড়ুন...