পিবিএ, চুয়াডাঙ্গা: সরকারের উন্নয়ন রূপরেখার মাধ্যমে নিরাপদ ও মানসম্মত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্যাস। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে অভিবাসন বিষয়ে তথ্য উপস্থাপন করেন চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ কে.এম মিজানুর রহমান।
সনজিত কর্মকার