পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কে বিপুল পরিমাণ মাদকসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। জব্দ করা প্রাইভেটকার থেকে ৩ কেজি গাঁজা ও ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রোববার (২৩-ফেব্রুয়ারী) রাতে আলমডাঙ্গা উপজেলার কান্তপুর ব্রীজ মোড় বাজার থেকে ওই প্রাইভেট করটি জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা অভিমুখে যাওয়া ঢাকা মেট্রো-গ ৩৫-৭৮৬৭ নম্বরের একটি প্রাইভেটকার মাদকসহ কান্তপুর বাজারে অবস্থান করে । এ সময় কান্তপুর বাজারের ব্যবসায়ী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য একরামুল হোসেন প্রাইভেট কারে থাকা দু’জন ব্যক্তির আচরণে সন্দেহ হলে তিনি গাড়ির কাছে গিয়ে ওই ব্যক্তিদের কাছে গাড়িতে কি আছে তা দেখতে চান।
এ সময় প্রাইভেটে বসে থাকা একজন পালিয়ে গেলে ওই ব্যবসায়ী চিৎকার শুরু করেন। তার চিৎকারে বাজারের লোকজন ছুটে আসার আগেই সুযোগ বুঝে প্রাইভেটকারের চালকও পালিয়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে প্রাইভেট কারের দরজা ভেঙ্গে গাড়ির ভিতর থেকে ৩ কেজি গাঁজা ও ২৬০ বোলত ফেনসিডিল উদ্ধার করে। এ সময় প্রাইভেট কারটি আলমডাঙ্গা থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, জব্দ করা প্রাইভেটকারটি কান্তপুর ব্রীজমোড়ে ঘোরাঘুরি করছিলো। কান্তপুর ব্রীজ মোড়ের ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য প্রাইভেট কারে থাকা লোকজনের আচরণে সন্দেহ হলে তিনি প্রতিরোধ করেন। পরে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মাদকভর্তি প্রাইভেটকারটি জব্দ করে থানা হেফাজতে নেয়। এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা না গেলেও তাদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পিবিএ/সনজিত কর্মকার/বিএইচ