চুয়াডাঙ্গায় নতুন করে ৬ জনসহ ২৮৪ জন হোম কোয়ারেন্টিনে

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নতুন করে ৬ জনসহ ২৮৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এর বাইরে করোনার কোন লক্ষণ না থাকায় ছাড়া পেয়েছেন ১৫৩ জন ব্যক্তি। রবিবার (২৯ মার্চ) জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানান, এ নিয়ে জেলায় হোম কোয়ারান্টাইনে রাখা হলো ৪৩৭ জনকে। এর মধ্যে ছাড়া পেয়েছেন ১৫৩ জন। তবে ৫ মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে এসেছেন ৮২৬ জন ব্যক্তি। প্রায় আরো ৩৮৯ জন ব্যক্তিকে হোম কোয়ারান্টাইের আওতায় আনা যায়নি। তাদেরকে প্রশাসনের কর্মকর্তারা সনাক্তের চেষ্টা করছেন।

পিবিএ/সনজিত কর্মকার/বিএইচ

আরও পড়ুন...