পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নিজের বাড়িতে বোমা বানাতে গিয়ে আহত হওয়া আব্দুল হাকিম চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধবার রাতেতিনি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকুমার বিশ্বাস।
উল্লেখ্য গত সোমবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে মারাতক আহত হয় আব্দুল হাকিম (৩১)। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশংখাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। পরে পুলিশ প্রহরায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হয়। দুইদিন চিকিৎসার পর হাকিমের অবস্থার অবনতি হলে বুধবার রাত।সাড়ে ৭টার দিকে তিনি মারা যায়।
পিবিএ/তৌহিদ তুহিন/বিএইচ