চুয়াডাঙ্গায় শক্তিশালী বোমা সাদৃশ্য উদ্ধার

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা থেকে শক্তিশালী বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দামুড়হুদা থেকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের তালসারী এলাকার এক‌টি আমবাগা‌নের মধ্য থে‌কে কা‌লো কস‌টেপে মোড়া‌নো বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বস্তু‌টি কী বোমা না অন্য কিছু তা পরীক্ষার জন্য খুলনা থে‌কে রাব্যর ডি‌স্পোজাল টিম রওনা হ‌য়ে‌ছে। তারাই স‌ঠিকভা‌বে বল‌তে পার‌বেন ওটা বোমা না অন্য‌কিছু।
পিবিএ/তৌহিদ তুহিন/ইকে

আরও পড়ুন...