মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: এক যুগ পর চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত।
গতকাল শনিবার সন্ধ্যায় আটগ্রামস্থ ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক হারুন অর-রশিদ মজুমদারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সহ-সভাপতি অধ্যাপক এয়াছিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা কমিশনার, আকতার হোসেন, দেলোয়ার হোসেন দুলাল পাটোয়ারী, গাজী শহিদুর রহমান, মাইনুল আহসান মাসুদ, ফরিদ উদ্দিন শাহীন, জসিম মুন্সি, মীর মোশারফ হোসেন বাবর, মোঃ ইলিয়াছ পাটোয়ারী, আবদুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, পৌর কৃষকদলের আহবায়ক মোঃ আবদুল মমিন, সদস্য সচিব ইউসুফ চৌধুরী, পৌর মৎস্যজীবিদলের আহবায়ক মাসুদ রানা সুজন, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলমসহ পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেন, ‘শেখ হাসিনার সরকারকে এক মুহুর্তও বিশ্বাস করা যাবে না। তাদের অধীনে বিএনপি আর কোন নির্বাচনে যাবে না। এখন এক দফা দাবিতে বিএনপির আন্দোলন চলছে। এ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাসহ আ’লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। ভয়ের কোন কারণ নেই, আগামীতে তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনা করবে’।