ছেলের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না আজিজুলের


পিবিএ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত হয় মোটর সাইকেল চালক আজিজুল হক (৫৪)। শুক্রবার বিকেলে আলমডাঙ্গার মুিন্সগঞ্জে এই দূর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল জেলার দামুড়হহুদা উপজেলার পুরাতন বাজার পাড়ার মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানায় ছেলের বিয়ে উপলক্ষে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শুক্রবার কুষ্টিয়ার পোড়াদহে কেঁনাকাটা করতে যায় আজিজুল। ফেরার পথে তিনি মোটর সাইকেল ও পরিবারের সদস্যদের সিএনজিতে নিয়ে বাড়ি ফিরছিলেন। আজিজুলের মোটর সাইকেলটি আলমডাঙ্গা মুন্সিগঞ্জের নিগার সিদ্দিক কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা অবৈধ আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্তরভাবে রক্তাক্ত জখম হয় সে। স্থানীয়রা আজিজুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষনা করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানিজ নাইমা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিএ/তৌহিদ/জেডআই

আরও পড়ুন...