জঙ্গি সন্দেহে দুইজন আটক, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তারা জঙ্গি কার্যক্রমে জড়িত বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিরপুর শাহ আলী থানা এলাকার ১৩ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ঘটনাস্থলে এখনও সিটিটিসির অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানাতে হবে।

আরও পড়ুন...