জনপ্রতি‌নি‌ধি’র সম্মাননা পেলেন ইউ‌পি চেয়ারম‌্যান আ‌মিনুল

শাহ্ মো: রেজাউল ক‌রিম,পীরগঞ্জ (রংপুর): সফল জন প্রতি‌নি‌ধি হিসেবে সম্মাননা পেয়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান সাংবা‌দিক আ‌মিনুল ইসলাম।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার চেতনাপাড়া উচ্চ বিদ‌্যালয় মাঠে দ‌ক্ষিণ এ‌শিয়ার সা‌হিত‌্য ও সংস্কৃ‌তি বিষয়ক সংগঠন এ‌্যাসোসিয়েশ ফর সাউথ এ‌শিয়ান কালচার এন্ড লিটারেচার (এফসাকল) এর আয়োজনে ওই সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

জানাগেছে, ইউনিয়ন প‌রিষদ নির্বাচনে বিজয়ী হয়ে মাত্র ২ বছরের মধ্যে কুমেদপুর ইউ‌নিয়নে বি‌ভিন্ন উন্নয়ন করে জনগণের মাঝে ব‌্যাপক সাড়া ফেলে দিয়েছেন সাংবা‌দিক আ‌মিনুল ইসলাম।

উপজেলার ১৫টি ইউ‌নিয়নের মধ্যে শুধু মাত্র কুমেদপুর ইউ‌নিয়নেই ৮‌কি:মি: রাস্তা হিয়া‌রিং বেনবন্ড এইচ‌বি‌বিকরণ, আ‌খিরা নদী খনন দুই ধারে ব্লক ব‌সিয়ে সৌন্দর্য বৃ‌দ্ধি ও ২৮ কো‌টি টাকা ব‌্যয়ে ‌স্লোইচ গেট নির্মাণসহ ইউ‌নিয়নের অবকাঠামো উন্নয়ন করায় তাকে ২০২৩ সালের সফল জনপ্রতি‌নি‌ধি হিসেবে মনোনীত করে সম্মাননা প্রদান করার নিদ্ধান্ত নেয় এফসাকল বাংলাদেশ ক‌মিটি। এরই ধারাবা‌হিকতায় তাকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করে এফসাকল। সফল জনপ্রতি‌নি‌ধি ইউ‌পি চেয়ারম‌্যান সাংবা‌দিক আ‌মিনুল ইসলামের হাতে ক্রেষ্ট তুলে দেন ভিআই‌পি গ্রুপের চেয়ারম‌্যান বি‌শিষ্ট শিল্পপ‌তি ভিআই‌পি শাহাদৎ হোসেন।

এ সময় উপ‌স্থিত ছিলেন অঞ্জ‌লিকা সা‌হিত‌্য প‌ত্রিকার সম্পাদক ক‌বি দিলরুবা শাহাদৎ, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, এফসাকলের সাধারন সম্পাদক সাপ্তা‌হিক বজ্রকথা প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক ক‌বি সুলতান আহমেদ সোনা, এফসাকলের চেয়ারম‌্যান নেপালের বি‌শিষ্ট লেখক তারা বাহাদুর বুধাথো‌কি, ভুটানের লেখক ছত্রপ‌তি ফুয়েল, ভারতের মেঘালয় বিশ্ব‌বিদ‌্যালয়ের অধ‌্যাপক স্ট্রিমলেট ডাকহারসহ এফসাকল দ‌ক্ষিন এ‌শিয়া ক‌মি‌টির সদস‌্যবৃন্দ।

উল্লেখ‌্য, এ‌্যাসো‌সিয়েশন ফর সাউথ এ‌শিয়ান কালচার এন্ড লিটারেচার ২০১১ সাল থেকে গু‌নিজন সম্মাননাসহ বি‌ভিন্ন ক্ষেত্রে সফল ব‌্যক্তিদের সম্মাননা প্রদান করে আসছে‌।

আরও পড়ুন...