জবা একটি আকর্ষণীয় ফুল। এ ফুল গোলাপি, সাদা, লাল, হলুদ ও নানা বর্ণের হয়ে থাকে। সাধারণত শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে বাড়ির আঙিনা কিংবা বাড়ির ছাদে জবা ফুলগাছ লাগানো হয়। মালভেসি গোত্রের অন্তর্গত চিরসবুজ পুষ্পধারী গুল্ম এই জবা। উৎপত্তি পূর্ব এশিয়ায়। ছবিটি লক্ষ্মীপুর জেলার বাগবাড়ী থেকে তোলা। বুধবার, ১৫ সেপ্টেম্বর। ছবি : পিবিএ/রিয়াজুল করিম পারভেস

আরও পড়ুন...