পিবিএ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গবেষণার পদ্ধতি ও কৌশল সম্পর্কিত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ এবং ‘বাংলাদেশ ইসলামীক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার’ যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কর্মশালা-টির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জবি উপাচার্য প্রফেসর ডঃ মীজানুর রহমান।এসময় তিনি মৌলিক বিষয়ের উপর গবেষণার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ নুরুল আমিন। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ সেলিম ভূঁইয়া,ইসলামী ব্যাংকের ডিএমডি আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া,ল’ রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ডঃ মোস্তফা কামাল,কলা অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ আতিয়ার রহমান বিশেষ অতিথি হিসাবে কর্মশালায় অংশ নেন।উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অধ্যাপক ডঃ এ,এইচ এম জেহাদুল করিম এবং ডঃ মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডঃ মোঃ রেজাউল হোসাইন এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামরুল ইসলাম।কর্মশালায় অর্ধশতাধিক গবেষক এবং শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পিবিএ/বাখ