জমে উঠেছে কক্সবাজার বাণিজ্য মেলা

বানিজ্য মেলা
কক্সবাজার বাণিজ্য মেলা

পিবিএ,কক্সবাজার: কক্সবাজারে আগত দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয়দের পদচারনায় জমে উঠেছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা। বিশ্বের দীঘতর্ম সমূদ্র সৈকতসহ বিভিন পর্যটন স্পর্টগুলোর পাশাপাশি বাড়তি স্থান করে নিয়েছে শিল্প ও বানিজ্য মেলার বিভিন্ন প্রর্দশনী। প্রতিদিন বিকাল থেকে দর্শণার্থীদের ঢল নামে এ মেলায়।

বানিজ্য মেলায় রয়েছে শিশুদের বিনোদনের জন্য মেট্রো ট্রেন,রাউন দোলনা, নৌকা দোলনাসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। দেশি বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলে প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। এছাড়াও নাগরদোলা, স্পীড বোট, রেল, পানিতে বল ভাসানো, দোলনা, নৌকা বাইচ ও যাদু প্রর্দশনী। এবারের মেলায় স্টল রয়েছে ১০০টি সাধারণ স্টল ও ২টি ফুড স্টল। মেলায় অংশ নেয়া প্যাভিলিয়ন ও সাধারণ স্টলে রেডিমেড গার্মেন্টস, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্পজাত, আচারের স্টল, পাটজাত, গৃহস্থালি ও উপহারসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি ও ফার্নিচারসহ এসব স্টলও রয়েছে।

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা আয়োজক কমিটির কো-চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ বলেন, মেলায় আগত স্থানীয় ও পর্যটকদের নিরাপত্তার জন্য প্রচুর পদক্ষেপ রয়েছে। নিরাপত্তার স্বার্থে মেলাস্থলে সব ধরনের হকার ও ভিক্ষুক নিষিদ্ধ করা হয়েছে। ফুডকোটে অনিয়ম রুখতে বাধ্যতামূলক মূল্য তালিকা রাখা হয়েছে। বাণিজ্যমেলায় দেশী ছাড়াও বেশি বেশি বিদেশি ক্রেতা ও পর্যটক অংশ নেয়াই আমাদের প্রত্যাশা ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, বাণিজ্য মেলাকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো মেলা প্রাঙ্গনে রয়েছে সিসি ক্যামরা। এছাড়াও মেলায় ইভটিজিং সহ যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে থাকছেন পুলিশের বিশেষ টিম। সাদা পোশাক ধারী পুলিশ ও বীচে ট্যুরিস্ট পুলিশ বেশ সক্রিয় রয়েছে বলে জানান তিনি।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...