জলজ্যান্ত একজন মানুষ কিন্তু নির্বাচন কমিশনের সার্ভারে মৃতদের তালিকায়

পিবিএ,জলঢাকা: জলজ্যান্ত একজন মানুষ কিন্তু নির্বাচন কমিশনের সার্ভারে মৃতদের তালিকায় তার নাম।অর্থাৎ তিনি মৃত! সেই থেকে নির্বাচন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পৌর মেয়র, কাউন্সিলরসহ প্রভাবশালীদের দ্বারে-দ্বারে ঘুরছেন হতদরিদ্র আলেমা বেগম(৬৮)।

আলেমা বেগম(৬৮) নীলফামারীর জলঢাকা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছকর উদ্দিনের স্ত্রী এবং তিনি বৃদ্ধ বয়সেও কাজ করেন অন্যের বাড়িতে। তার দেওয়া তথ্য মতে, ২০১১ সালের পর থেকে তিনি কোন ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই,বয়স্ক ভাতা ও সরকারের যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তিনি। অসহায় আলেমা বেগম বয়স্ক ভাতার জন্য গেলে জানতে পারেন তিনি মৃত।কিন্তু কোথাও কোন সুরাহা পাননি।

আলেমা বেগম এ প্রতিবেদককে বলেন, মাইষের বাড়িত কাজ করি ভাত খাও মুই। মেলা দিন থাকি বয়স্ক ভাতার জইন্নে ম্যালা মানুষের কাছোত গেছুনু সবায় মোক ফিরি দিছে। জলজ্যান্ত মানুষটাক মরা বানে থুইচে।

জলঢাকা উপজেলা নির্বাচন কর্মকতা উজ্জ্বল হোসেন বলেন, হতাশ হওয়ার কিছু নেই একটা আবেদন দিলে শিগগিরই তার জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হবে।

পিবিএ/হারুন অর রশিদ/এমএসএম

 

আরও পড়ুন...