জহিরনের বাড়িতে পৌঁছে দিলো উপজেলা চেয়ারম্যানের উপহার

মমিনুল ইসলাম বাবু,কুড়িগ্রাম: জহিরন বেওয়া অনেক আগেই হারিয়েছেন স্বামী কে। নদী ভাঙ্গনে হারিয়েছেন আশ্রয়। শেষ ঠিকানা বাঁধেও থেকে দেয়া হয়েছে বাড়িঘর ভেঙ্গে। বৃদ্ধা জহিরন ছিলেন অসহায়। তার অসহায়ের কথা গনমাধ্যমে প্রকাশিত হলে এগিয়ে আসেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম।

শনিবার সকালে উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে উপহার চাল, ডাল,তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী জহিরন বেওয়ার বাড়িতে পৌঁছে দেন উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদরুল। ত্রাণ সামগ্রী হাতে পেয়ে জহিরন বলেন মোর খুব খুশি লাগছে আল্লাহ সবার ভালো করুক। এছাড়াও জহিরনের কথা জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয় তার বাড়িতে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...