পিবিএ,ঢাকা: জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ তারিখে ঢাকা ক্যান্টমেন্টর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান (Maj Gen Ataul Hakim Sarwar Hasan) এক শোক বার্তায় তিনি জানান, “জাতীয় ও আন্তর্জাতিক নানা পুরস্কারে অলংকৃত, ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার এ ভূষিত জাতীয় অধ্যাপকের মৃত্যুতে বাংলাদেশের এক অপূরণীয় ক্ষতি সাধন হলো”। উল্লেখ্য যে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর পঞ্চম সমাবর্তন-২০২০ এ তিনি সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে সমগ্র জাতির সাথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর সকল শিক্ষক, কর্তকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। সেই সাথে মরহুমের শোকার্ত পরিবারের প্রতি বিইউপির সকল সদস্য গভীর সমবেদনা জানায়।
পিবিএ/বিএইচ