রাজন্য রুহানি,জামালপুর: নারী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আয়া, রেলওয়ে পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী, বিদ্যুতের ওয়্যারিং মিস্ত্রি, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা, পোশাককর্মী, ব্যবসায়ী, বেকার যুবক ও মানসিক প্রতিবন্ধী নারীসহ নতুন করে ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১২ জুন) রাতে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্ত নিয়ে জামালপুরে মোট আক্রান্তের সংখ্যা ৪০৪ জনে দাঁড়াল।
নতুন ১৯ জনের মধ্যে পুরুষ ১১ জন ও নারী রয়েছেন আটজন। এ নিয়ে জেলার করোনা পরিসংখ্যান হলো: সরিষাবাড়ী ৩৭, মেলান্দহ ৬৩, মাদারগঞ্জ ২৬, বকশীগঞ্জ ৪৬, দেওয়ানগঞ্জ ৩২, ইসলামপুর ৭৩ ও জামালপুর সদর ১২৭।
ডা. প্রণয় কান্তি দাস পিবিএ’কে জানান, শুক্রবার ১৬৭ টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়। এই ১৯ জনের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলায় ৫ জন, মেলান্দহে ৪ জন, মাদারগঞ্জে ১ জন ও জামালপুর সদরে ৯ জন রয়েছেন।এছাড়া জামালপুর জেলার সাতটি উপজেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৫৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ১৫৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন।
পিবিএ/এমএসএম