জামালপুরে করোনার নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

পিবিএ,জামালপুর: করোনা আক্রান্তদের নমুনা দ্রুত পরীক্ষার জন্য জামালপুরে উদ্বোধন করা হলো রিয়েল টাইম পলিমারেজ চেইন রি-অ্যাকশন (আর টি-পিসিআর) ল্যাবরেটরি। মঙ্গলবার (১২ মে) দুপুর দেড়টার দিকে দেশের ৩৮ তম এই আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাংসদ ও তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।

জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলায় স্থাপিত আরটি পিসিআর ল্যাব উদ্বোধনের আগে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাংসদ মির্জা আজম এমপি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর-৫ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক খান দুলাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহম্মদ বাকী বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, জামালপুর পৌর মেয়র মির্জা সাখওয়াতুল আলম মনি, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান তত্ত্বাবধায়ক ডা. মোশায়ের উল ইসলাম রতন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এফ এম সালেহ ও সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস প্রমুখ।

প্রধান অতিথি মির্জা আজম তার বক্তব্যে জানান, শেখ হাসিনা মেডিকেল কলেজে স্থাপিত আরটি–পিসিআর ল্যাবটি বাংলাদেশের ৩৮ তম ও সবচেয়ে আধুনিক ল্যাব। এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। দ্রুত সময়ের মধ্যে আক্রান্তদের নমুনা পরীক্ষা করে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে।

অন্য বক্তারা জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পিসিআর ল্যাব স্থাপনের দাবি করেছিল জেলাবাসী। জেলা পর্যায়ে এই প্রথম জামালপুরে পিসিআর ল্যাব স্থাপন একটি অনন্য দৃষ্টান্ত। জেলাবাসীর দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাংসদ মির্জা আজম ও তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয় এই ল্যাব। দ্রুত সময়ের করোনার নমুনা পরীক্ষা এখন জামালপুরেই করা যাবে। এখানে জামালপুর জেলার ছাড়াও আশেপাশের অন্য জেলার করোনা আক্রান্তদের নমুনাও পরীক্ষা করা যাবে।

শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক এ কে এম মুসার তত্ত্বাবধানে এই পিসিআর ল্যাবে চলবে কারোনাভাইরাস শনাক্তের কাজ। তবে নমুনা পরীক্ষা শুরু করতে আরও দুই দিন লাগবে বলে পিবিএ’কে জানিয়েছেন ওই অধ্যাপক।

তিনি আরও জানান, তিনজন অধ্যাপক ও ছয়জন মেডিক্যাল টেকনোলজিস্টসহ ১৪ জন কর্মকর্তা-কর্মচারী ল্যাবে কাজ করবেন। এই ল্যাবে প্রতি ছয় ঘণ্টার একটি ব্যাচে ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে।

এই পিসিআর যন্ত্রপাতি জার্মানির তৈরি। পর্যাপ্ত লোকবল ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেলে ব্যাচ বৃদ্ধি করে প্রতিদিন গড়ে ৩০০শ’র অধিক নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এখানের প্রাপ্ত ফলাফল জেলার সিভিল সার্জন ও সরকারের আইইডিসিআরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হবে বলেও জানান তিনি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...