জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে খাদ্যসামগ্রী বিতরণ

পিবিএ,জামালপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৩৯তম মৃত্যুবার্ষিকীতে অসহায় ও দরিদ্রদের খাদ্যসামগ্রী দিয়েছে জেলা বিএনপি। দিনটি স্মরণে বিএনপি’র কেন্দ্র ঘোষিত ১২ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (৩০ মে) সকালে শহরের স্টেশন বাজার ঈদগাহ মাঠে ৫’শ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া এসব অসহায় ও দরিদ্রদের খাদ্যসামগ্রী দেবার আগে জেলা বিএনপি’র সহ-সভাপতি আইনজীবী মো. গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলাচনায় বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মানুষের মুক্তি কামনাও করা হয়।

মোনাজাত শেষে তিনি প্রতিটি পরিবারের সদস্যদর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, তেল, লবণ ও সাবান।

খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আইনজীবী আনোয়ার কবির শাহজাহান, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ খান লোটন ও বিএনপিনেতা রুহুল আমিন মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযাগী সংগঠনের নেতৃবৃন্দ।
পিবিএ/রাজন্য রুহানি/এএম

আরও পড়ুন...