জামালপুরে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত মালিক সমিতির

রাজন্য রুহানি,জামালপুর: করোনা ভাইরাসের মহামারী বৃদ্ধি পাওয়ায় সীমিত আকারে খোলা না রেখে দোকানপাট পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জামালপুর দোকান মালিক সমিতি। শনিবার (৯ মে) দুপুরে সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এক লিখিত আবেদনে এ সিদ্ধান্ত জানিয়ে লকডাউনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়। সেই সাথে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনারও দাবি জানান সমিতির নেতারা।

জামালপুর দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী বলেন, সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (১০ মে) থেকে জেলার ৪৩টি সমিতির অধীনে ১২ হাজারের বেশি দোকানপাট বন্ধ রাখা হবে। করোনার প্রভাব শেষ না হওয়া পর্যন্ত তারা শহর এবং উপজেলা পর্যায়ের কোনো মার্কেট, শপিংমল ও দোকান খুলবেন না।

দোকান মালিক সমিতির সিদ্ধান্তের বাইরে যদি কোনো মালিক দোকান খোলা রাখেন তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এছাড়া তিনি আরও জানান, সমিতির ২৫ জন ব্যক্তি ও সংগঠনের সম্মিলিত সহযোগিতায় ৬ মে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ৫শ ব্যবসায়ী পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। অদ্যাবধি এসব পরিবারেরা পায়নি সরকারি কোনো ত্রাণ সহায়তা। তাই নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ব্যবসায়ীদের স্বল্প সুদে হলেও প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনার দাবি জানিয়েছেন সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...