জামালপুরে পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

পিবিএ,জামালপুর: পাচারের সময় মাদক উদ্ধারসহ আটককৃতদের তথ্যানুযায়ী পৃথক অভিযানে ৭ হাজার ৩৮৫টি ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। জামালপুর জেলার দেওয়ানগঞ্জের ভারতীয় সীমান্ত এলাকা বাঘারচর ও ঝাউডাঙ্গা থেকে শনিবার (১৬ মে) সকালে মাদক উদ্ধারসহ পাচার, সংরক্ষণ ও পরিবহন কাজে সংশ্লিষ্টতার জন্য দুটি মোটরসাইকেলসহ ৫ জনকে আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সদস্যরা।

আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আগলারচর গ্রামের আমিনুলের ছেলে সুজন (৩০), ময়নাল হকের ছেলে সবুজ (৩৩), জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পীরেরচর গ্রামের মৃত সুলতানের ছেলে সহিজল (২৮), শেরপুর জেলার মাছপাড়া গ্রামের চান মিয়ার ছেলে ইরানি (৩৫) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ময়েজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩৫)।

জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ পিবিএ’কে জানান, গোপনে খবর পেয়ে শনিবার (১৬ মে) ভোরে ভারত সীমান্তের ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঝাউডাঙ্গা বিওপির সামনে একটি মোটরসাইকেলে থাকা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সুজন, সবুজ ও জামালপুরের বকশীগঞ্জের পীরের চর গ্রামের সহিজল নামে ৩ মাদক কারবারিকে আটক করেন বিজিবির সদস্যরা। তাদের কাছ থেকে ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বাঘারচর বিওপির মাখনের চরে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ৬৮৫০ পিচ ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। এসব মাদক উদ্ধারের পর সকাল সাড়ে ৯টার দিকে বাঘারচর বিওপির কদমতলা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। ওই এলাকায় মোটরসাইকেল নিয়ে পালানোর সময় শেরপুর জেলার মাছপাড়া গ্রামের ইরানি ও জামালপুরের দেওয়ানগঞ্জের হাফিজুর রহমান নামে দুই মাদক কারবারিকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করে বিজিবি সদস্যরা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

পিবিএ/রাজন্য রুহানি/বিএইচ

আরও পড়ুন...