
পিবিএ,জামালপুর: জামালপুরের ইসলামপুরে বেলগাছা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার বেলগাছা মিয়াপাড়ায় আজ রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক জানান, মিয়াপাড়া গ্রামের সিরাজ বেপারীর পুত্র আব্দুর রহিম (৬০) নিজের ঘরের বিদ্যুতের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। পাশের বাড়ীর রাসেল মিয়ার স্ত্রী গৃহবধু লিমা বেগম (২০) দেখতে পেয়ে আব্দুর রহিমকে বাচাতে যান। এ সময় দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মারা যাওয়ার ঘটনা শুনেছি।
পিবিএ/এমআর/এমএসএম