জামালপুরে মেয়রের অপসারণ দাবিতে পৌর কাউন্সিলরদের মানববন্ধন

পিবিএ,জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ থেকে প্রত্যাখ্যাত রুকুনুজ্জামান রোকনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে পৌর কাউন্সিলররা। সেই সাথে মেয়রের সশস্ত্র হামলায় কাউন্সিলরসহ ১০ জন যুবলীগ নেতাকর্মী আহত হবার ঘটনারও প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সোমবার ১১ মে দুপুর ১২টায় একযোগে সকল পৌর কাউন্সিলর, কর্মচারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পৌরসভা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ক্ষমতার অপব্যবহার করে মেয়র রোকনের এডিপি ও নিজস্ব তহবিলের কোটি কোটি টাকা লুটপাট, কবরস্থান, বাস টার্মিনাল, ত্রাণ ও মশক নিধন কর্মসূচির বরাদ্দ আত্মসাৎ, টেণ্ডারবাজি, নিয়োগ বানিজ্য, যৌন কেলেঙ্কারি, মদ্যপান, অস্ত্রের মহড়া, নারী কেলেঙ্কারি ঢাকতে গুম নাটক, কাউন্সিলর ও স্টাফদের মাসিক বেতন ভাতা না দেয়া, সাংবাদিক, কাউন্সিলর ও সাধারণ নাগরিকদের হত্যার হুমকিসহ শতাধিক কারণ দেখিয়ে মানববন্ধনে ওই মেয়রের অপসারণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী, কাউন্সিলর শ্রী কালা চাঁন পাল, জহুরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।

বক্তারা ‘রাজাকারের নাতি’ ও ‘বিএনপির ডোনার’ খ্যাত রোকনকে মেয়র পদ থেকে দ্রুত অপসারণসহ সশস্ত্র হামলা ও অনিয়মের দায়ে তাকেসহ তার ক্যাডারদের গ্রেফতারের জন্য স্থানীয় সরকার বিভাগ ও প্রশাসনের প্রতি দাবি জানান।

উল্লেখ্, মেয়র রোকনের সশস্ত্র হামলায় রোববার (১০ মে) সকালে কয়েক কাউন্সিলর ও যুবলীগ নেতাকর্মীসহ অন্ততঃ ১০ জন আহত হন।

এরআগে ১ মে (শুক্রবার) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার সকল (১২ জন) কাউন্সিলর একযোগে মেয়রের বিরুদ্ধে অনাস্থা দেন।

একইদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় সভায় রোকনকে ত্রাণ আত্মসাৎ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

পিবিএ/রাজন্য রুহানি/এমএ

আরও পড়ুন...