জামালপুরে যুবলীগ নেতার প্রহারে আহত দুই গ্রাম পুলিশ

রাজন্য রুহানি,জামালপুর: ছোট ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় ইউনিয়ন পরিষদে গিয়ে দুই গ্রাম পুলিশকে পেটালেন ইউনিয়ন যুবলীগ নেতা সোহানুর রহমান শাহীন। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। বেধড়ক পিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই দুই গ্রাম পুলিশ।

আহত ওই দুই গ্রাম পুলিশ হলেন, মাহমুদপুরের শ্রী চিমুর ছেলে বুলেট (৩০) ও সুরেনের ছেলে বিমল চন্দ্র (৪০)।

সোমবার (৮ আগস্ট) মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ওই দুই গ্রাম পুলিশকে পেটান যুবলীগ নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে পরিষদ চত্ত্বরে ওই যুবলীগ নেতার ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রাম পুলিশ বুলেটের কথা কাটাকাটি হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গ্রাম পুলিশ বুলেটকে কাঠ দিয়ে বেধড়ক মারধর করেন ওই যুবলীগ নেতা। বুলেটকে বাঁচাতে এলে আরেক গ্রাম পুলিশ বিমলও মারধরের শিকার হন। তারা আহতাবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা সোহানুর রহমান শাহীন বলেন, ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।

উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, দুই গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয় হবে।

আরও পড়ুন...