জামালপুরে শহীদদের স্মরণে আলোর মিছিল

রাজন্য রুহানি,জামালপুর: শোকাবহ আগস্টের প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে সদস্যসহ সকল শহীদের স্মরণে জামালপুরে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড় থেকে হাতে হাতে প্রজ্জ্বলিত মোমবাতি নিয়ে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল বেদিতে মোমবাতি প্রজ্জ্বলনের পর পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা। পরে সেখানেই সকল শহীদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু, আ ব ম জাফর ইকবাল জাফু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি প্রমুখ।

 

আরও পড়ুন...