রাজন্য রুহানি,জামালপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে শহরের দয়াময়ী মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ারুল ইকবাল রুকন, আজাদ সওদাগর, আব্দুর রউফ, গোলাম মোস্তফা মুকুল, শাহেদ আলী, রবিউল ইসলাম রাসেল, যুগ্মসাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুজন, জিয়াউল ইসলাম শ্যামল, রিমন আকন্দ, সাখাওয়াত হোসেন টুটুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের এক কর্মী আরাফাত আশরাফিয়া তালহা স্বেচ্ছায় রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।