পিবিএ,জামালপুর: সৈয়দ শামীম জামানকে সভাপতি ও কবীর হাশমীকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা সমিতি ইউকে’র পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১ জুন ২০২০ ইউকে’র স্থানীয় সময় রাত ৮ টায় ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ৬ সদস্যের উপদেষ্টা নিয়ে এ কমিটি গঠিত হয়।
জামালপুর জেলা সমিতি ইউকে’র আহ্বায়ক মকবুল হোসেন মকুলের সভাপতিত্বে আহ্বায়ক কমিটির ভাচুর্য়াল সভায় আহবায়ক কমিটি ভেঙে দিয়ে সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে ৩ বছর মেয়াদী এ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠিত হয়।
৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নিম্মরুপ সভাপতি এডভোকেট সৈয়দ শামীম জামান, সাধারণ সম্পাদক কবির হাশমী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন মুকুল, সহ-সভাপতি যথাক্রমে মাহবুব হোসেন মুকুল, ইফতেখারুল আহম্মেদ স্বরণ, আবু সাঈদ তালুকদার, শাহিনা ইয়াসমিন সীমা, আমিনুল কবির জান্নাত, আলম খান বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক নাদিরা পারভীন, যুগ্ম সম্পাদক যথাক্রমে পিপলু খান, মেহেদী হাসান বকুল, রেবেকা সুলতানা শিল্পী, মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে এস এম শাফি, আমিনুল ইসলাম রতন, জেবুন নাহার মল্লিকা, ইলিয়াম আফরোজ লিলিয়ান, রোকেয়া বেগম সুমি, কোষাধ্যক্ষ রোকসানা হোসেন শিল্পী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুব ই আলম আদনান, মহিলা বিষয়ক সম্পাদিকা রাজিয়া কুইন, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা লাইজু ইসলাম, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক রুপা কবির, যুগ্ম সামজিক ও সাংস্কৃতিক সম্পাদক তানজিনা জিন্নাত অভি, প্রচার সম্পাদক মামুনুর রশিদ তালুকদার শাকিল। সদস্যরা হলেন মাহবুব আলম, শাহীন রহমান ও শেলি রহমান।
৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, ফেরদৌস রহমান, মেজর (অবঃ) জাবিরুল ইসলাম জিলানী, আশরাফ পারভেজ, শাহজাহান সিরাজ, আলাউদ্দিন আহম্মেদ ও মাসুমা রহিম দিনা।
জামালপুর জেলা কমিটি ইউকে’র নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জামালপুরের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জামালপুর প্রেসক্লাবসহ নানা সংগঠনের নেতৃবৃন্দ।
পিবিএ/রাজন্য রুহানি /এএম