পিবিএ,জামালপুর: আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী নির্ধারণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মুফতি মোস্তফা কামালকে মেয়র প্রার্থী হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা ইসলামী আন্দোলন ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ওই সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের দলীয় কাউন্সিল পদপ্রার্থীও নির্ধারণ করা হয়েছে।
ওই সভায় দলীয় নির্ধারিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করা-সহ জামালপুর পৌরসভায় পূর্বের তুলনায় বেশি জনবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার সৈয়দ ইউনুস আহাম্মেদ, সেক্রেটারী মুফতি মোস্তফা কামাল, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রাজ মাহমুদ, সাধারণ সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, জেলা ওলামা মাসায়েক আইমা পরিষদের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ, সদস্য সচিব শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি সালেহ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক এইচ.এম মাসুম মুসফিক, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ লিয়াকত হোসাইন, সাধারণ সম্পাদক শাহ্ আলম, জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
উল্লেখ্য, কর্মীবান্ধব নেতা মুফতি মোস্তফা কামাল পর পর পাঁচবার জামালপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
পিবিএ/রাজন্য রুহানি/এমআর