বিয়ের পরে অনেক মহিলাই আজকাল পদবি বদলান না। বলিউডে আবার এই রীতি বহু পুরনো। কিন্তু এই পথের বিপরীতে হাঁটতে চাইছেন আলিয়া ভাট। রণবীর-ঘরনি চান পদবি বদলাতে। ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়িকা জানিয়েছেন, খুব শীঘ্রই নাম বদলে তিনি ‘আলিয়া ভাট কাপুর’ হবেন।
রণবীরকে ভালবাসেন। শুধু সে কারণেই কি স্বামীর কাপুর পদবি নিজের নামের সঙ্গে জুড়ছেন আলিয়া? তা নয়। অভিনেত্রী জানান, তিনি ‘ভাট’ হওয়ায় ‘কাপুর’দের থেকে নিজেকে দলছুট মনে হয় তার। তাছাড়া রণবীর বিয়ের পর দ্রুত তার পাসপোর্ট বদলে ‘বিবাহিত’ স্ট্যাটাস দেখিয়েছেন। তাই আলিয়াও এবার চাইছেন ‘কাপুর’ হতে।
২০২২ সালের এপ্রিলে মাসে আলিয়া এবং রণবীরের বিয়ে হয়। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এর সেটে প্রেম গাঢ় হয়েছিল জুটির। তার পর বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর পরিণয় এবং সন্তান আগমনের খবর। আর এ বার নাম বদলের সিদ্ধান্তের কথা জানালেন আলিয়া।
যদিও পর্দায় তার নাম আলিয়া ভাটই থাকবে। বদলে যাবে সরকারি পরিচয়। এক সাক্ষাৎকারে আলিয়া বললেন, খুব শীঘ্রই কাপুর হব। এটা করতে পেরে আমি খুব খুশি।
আলিয়া আগে বলতেন, বদল চান জীবনে। সেই বদল অতিমাত্রায় এসে পড়েছে বলেও পরে জানান। ব্যস্ত সময়সূচি এবং ঘন ঘন বিদেশ ভ্রমণের কারণে তার হাতে আর মোটে সময় নেই। তবে আপাতত হাতে কাজ রাখেননি। সন্তানধারণের এই পর্বে বিশ্রামে থাকতে চান। আর থাকতে চান কাপুরদের এক জন হয়ে।
আলিয়া বললেন, আমি মা হতে চলেছি। আমি আর ভাট থাকতে চাই না। কাপুররা একসঙ্গে বেড়াতে যায় তখন ‘ভাট’ একা বোধ করে।
এর পর অবশ্য আলিয়া বলেন,আমি সব সময় আলিয়া ভাট-ই ছিলাম এবং থাকব। কিন্তু এখন থেকে আলিয়া ভাট কাপুরও হলাম।