জয়পুরহাটে অটিজম শিশুদের জন্য ফল উৎসব

পিবিএ,জয়পুরহাট: শিক্ষা আমার অধিকার, সমাজ মোদের পরিবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের পিঁছিয়ে পড়া শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের সাথে নিয়ে দেশীয় ফলের পরিচিতির লক্ষ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব’। মংগলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রফেসর পাড়ায় মাতৃভূমি অটিজম একাডেমীর আয়োজনে এ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সেলিম শাহ্।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ময়নুল হক, প্রতিবন্ধী সহায়ক কর্মকর্তা আবুল হাশেম, মাতৃভূমি অটিজম একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি তিতাস মোস্তফা ও নির্বাহী পরিচালক নাসরিন ফারহানা। এ উৎসবে আম, জাম, কাঠাল, লিচু, পেয়ারা, আমড়াসহ দেশীয় ৩৫টি ফলের সাথে পরিচিত লাভ করে অটিজম শিশুরা।

পিবিএ/আবু বকর সিদ্দিক/বিএইচ

আরও পড়ুন...