
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শুকতাহার গ্রামে দুটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সামছুল আলম লাল বাবু নামে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা, জনপ্রতিনিধি ও হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা মন্দির দুটি পরিদর্শন করেন।

গ্রেপ্তারকৃত সামছুল আলম লাল বাবু ধুলাতর মন্ডলপাড়ার আব্দুল করিম মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আসন্ন দূর্গা পুজা উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার মধ্যপাড়া ও পূর্ব সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা তৈরীর কাজ চলছিল। হঠাৎ শুক্রবার গভীর রাতে এ দুটি মন্দিরের কয়েকটি প্রতিমা ভাঙচুর করে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা মন্দিরে আসলে ৫-৭টি প্রতিমার মাথা, হাত, পা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। এসময় তারা পুলিশ ও প্রশাসনকে বিষয়টি অবগত করে। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত সামছুল আলম লাল বাবুকে আটক করে।