পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে কচু বোঝাই পিকআপ ভ্যান হতে ৫ শ ৪০ ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আটকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলাও হয়েছে।
থানা পরিদর্শক মোঃ মনসুর রহমানের নেতৃত্বে এসআই সামিদুল্ল্যাহ সরকার, এএসআই গোলাম মুর্তুজা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পাঁচমাথা আলমের ছ’মিলের সামনে কচু বোঝায় পিক আপ -ঢাকা মেট্রো-ন-১৩-৪৩১৪ নাম্বারের একটি পিকআপ ভ্যান আটক করে। পরে পিক ভ্যানটি তল্লাশী চালিয়ে কচুর নিচ থেকে (৪ বস্তা) ৫ শ ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলো হাকিমপুর উপজেলার নওদা পাড়া গ্রামের কাছাব উদ্দিনের পুত্র মোস্তাক (৩০) একই উপজেলার নওদা পাড়া গ্রামের কাফাজ উদ্দিনের পুত্র সুজন (২২) ও বিরামপুর উপজেলার চকবসন্ত মুন্না পাড়ার আব্দুল মজিদের পুত্র মেজবাউল (১৮)। আটককৃত ফেন্সিডিলের মূল্য ৪ লক্ষ ৩২ হাজার টাকা। পুলিশ ফেন্সিডিল বহনকারী পিকআপন ভ্যানটি আটক করেছে।
পিবিএ/জেএ/বিএইচ